বেক্সিমকো গ্রুপের সহ প্রতিষ্ঠাতা - সালমান ফজলুর রহমান
খ্যাতনামা বাংলাদেশি শিল্পপতি সালমান ফজলুর রহমান - সালমান এফ রহমান নামেই যিনি বহুল পরিচিত। তিনি বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান।
৬০-এর দশকের মাঝামাঝি সময়ে সালমান এফ রহমান এবং তাঁর বড় ভাই সোহেল এফ রহমান তাদের পারিবারিক পাটকল পরিচালনার মাধ্যমে ব্যবসায় প্রবেশ করেন। ১৯৭২ সালে দুই ভাই মিলে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।
খুব অল্প সময়ের মধ্যেই বেক্সিমকো ইউরোপের বাজারে সামুদ্রিক খাবার ও হাড়চূর্ণ রপ্তানি শুরু করে। এসব পণ্য রপ্তানির বিনিময়ে বেক্সিমকো ইউরোপ থেকে মানসম্পন্ন ওষুধ আমদানি করে।
১৯৭৬ সালে রহমান ভাতৃদ্বয় প্রতিষ্ঠা করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, যা পরবর্তীতে লন্ডন স্টক এক্সচেঞ্জের বিকল্প বিনিয়োগ বাজারে প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ঔষুধ যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষুধ প্রশাসনসহ (এফডিএ) বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির অনুমোদন লাভ করে। ১৯৮২ সালে দুবাই ভিত্তিক গালাধারি ভাই গ্রুপের সাথে যৌথ বিনিয়োগে বাংলাদেশের প্রথম বেসরকারি খাতের ব্যাংক ‘এবি ব্যাংক’
প্রতিষ্ঠা করেন রহমান ভাতৃদ্বয়। জনাব সালমান এফ রহমান ২০১০ সালে এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
সালমান এফ রহমান নেতৃত্বে পাঁচ দশকের অগ্রযাত্রায় বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হিসেবে আজ বেক্সিমকো গ্রুপ প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা হিসেবে, তার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে টেক্সটাইল, ওষুধশিল্প, সামুদ্রিক খাবার, আবাসন, তথ্য ও প্রযুক্তি, গণমাধ্যম, সিরামিকস, আর্থিক সেবা এবং জ্বালানী সহ বিবিধ খাতে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি সুনামের সাথে নেতৃত্ব প্রদান করছে। দেশ ও দেশের বাইরে কর্মসংস্থান হয়েছে ৭০ হাজার এর বেশি মানুষের। পাশাপাশি, বাংলাদেশে কর্পোরেট সংস্কৃতির অগ্রদূত হিসেবে সালমান ফজলুর রহমানের নাম এক্ষেত্রে চির স্মরণীয়।
সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও দৃঢ়চেতা ব্যক্তিত্বের অধিকারী সালমান এফ রহমান শুধুমাত্র বেক্সিমকো গ্রুপের প্রচার ও প্রসারই নিশ্চিত করেননি, পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন ও গতিশীলতাও নিশ্চিত করেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের বেসরকারি খাতকে এগিয়ে নিতে জনাব সালমান এফ রহমানের অবদান অনস্বীকার্য।
Comments
Post a Comment