সালমান এফ রহমান একজন ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী
সালমান ফজলুর রহমান বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তা পরিমণ্ডলে তিনি সালমান এফ রহমান নামে সর্বাধিক পরিচিত। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও একজন খ্যাতিমান শিল্পপতি ও ব্যবসায়ী হিসেবে স্বীকৃত বাংলাদেশী এই রাজনীতিবিদ। সালমান এফ রহমান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের সামগ্রিক বিনিয়োগের পরিবেশ উন্নয়নে তিনি নিরলস কাজ করে চলেছেন। সেই সাথে নিজ সংসদীয় আসন দোহার-নবাবগঞ্জের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে একটি রূপরেখা প্রণয়ন করেছেন, যা বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সালমান এফ রহমান ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর গ্রামের এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম ফজলুর রহমান ছিলেন খ্যাতিনামা আইনজীবী, যিনি ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন পার্লামেন্...